গাজায় ইসরায়েলি হামলায় ৬৩ নিহত, অনাহারে ৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫, ১২:১৭

গাজায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার একদিনেই অন্তত ৬৩ জনের প্রাণহানি ঘটেছে—যাদের মধ্যে ২২ জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা সাধারণ মানুষ।
এছাড়া অনাহারে মারা গেছেন আরও আটজন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃতের সংখ্যা এখন ২৮১।
আল জাজিরার প্রকাশিত ফুটেজে দেখা গেছে—ইসরায়েলি ট্যাংক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে। বিশ্লেষকদের মতে, এটি স্থল অভিযানের আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত।
শহরের বিভিন্ন স্থানে বিমান হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসেও বাস্তুচ্যুত পরিবারের তাবুতে গোলাবর্ষণ করে অন্তত ১৬ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ক্ষুধা ও অপুষ্টিতে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। মৃত শিশুদের সংখ্যা ইতিমধ্যেই একশো ছাড়িয়েছে। জাতিসংঘও গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে। বর্তমানে প্রায় পাঁচ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।