শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

চার্লি ক্রিক হত্যাকাণ্ড: স্বামীর জন্য লড়াইয়ের শপথ নিলেন বিধবা স্ত্রী এরিকা ক্রিক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২

ছবি: সংগৃহীত

"আমি কিছুতেই আমার স্বামীর ভাবমূর্তি ধ্বংস হতে দেব না"-অশ্রুসিক্ত নয়নে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন আততায়ীর গুলিতে নিহত চার্লি ক্রিকের স্ত্রী এরিকা ক্রিক। তিনি শপথ করে জানান, এই হত্যাকাণ্ডের মূল উৎপাটনে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

এরই মধ্যে সন্দেহভাজন খুনি হিসেবে চাইলার রবিনসন (২২) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। জানা গেছে, রবিনসন দীর্ঘদিন ধরে রবিনস বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায় বসবাস করে আসছেন।

এফবিআই মুখপাত্র জানিয়েছেন, তদন্ত কার্যক্রম চলছে এবং এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। এদিকে অঙ্গরাজ্যের গভর্নর প্লেনসর ক-ও জানিয়েছেন, রবিনসনের একমাত্র আত্মীয়ের বরাতে জানা গেছে-গত কয়েক বছর ধরে তিনি রাজনীতিতে বেশি মনোযোগ দিচ্ছিলেন।

চার্লি ক্রিক হত্যাকাণ্ডকে ঘিরে স্থানীয় ও জাতীয় মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। এরিকা ক্রিকের শপথবাক্য নতুন করে আলোড়ন তুলেছে জনমনে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top