বিক্ষুব্ধ নেপাল পেলো তাদের প্রথম নারী প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪

ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যম বন্ধের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে দুদিন ধরে তীব্র বিক্ষোভে পতন ঘটে কেপি শর্মা অলির সরকারের। ক্ষুব্ধ জেনারেশন-জেডদের আন্দোলনে আগুনে পুড়ে গেছে পার্লামেন্ট, সুপ্রিমকোর্টসহ বহু স্থাপনা।

এমন সংকটময় পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল শুক্রবার রাতে ‘শীতল নিবাসে’ তাকে শপথ পড়ান।

এর মধ্য দিয়েই ইতিহাস গড়ে নেপাল—প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেলো দেশটি। এর আগে ২০১৬ সালে সুশীলা কার্কিই ছিলেন নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি।

নতুন সরকারকে ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ততদিন কীভাবে সামলানো হবে উত্তপ্ত নেপাল, সেটাই এখন বড় প্রশ্ন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top