রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১২

ছবি: সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের উত্তরসূরি স্টারমার ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে তিনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন।

স্টারমার একই সঙ্গে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন সকল বন্দিকে নিঃশর্ত মুক্তি প্রদান করে। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও আহ্বান জানিয়েছেন, তৎক্ষণাৎ যুদ্ধবিরতি ঘোষণা করে ফিলিস্তিনি ও ইসরাইলি জনগণকে দুইটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে।

প্রধানমন্ত্রী স্টারমার বলেন, “ফিলিস্তিনি এবং ইসরাইলি জনগণ উভয়ই তাদের নিজস্ব রাষ্ট্রে শান্তি ও নিরাপত্তার অধিকার রাখে। এখন সময় এসেছে দৃষ্টিভঙ্গি বদলানোর এবং স্থায়ী সমাধানের পথে অগ্রসর হওয়ার।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top