রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী নিয়োগে বড় সিদ্ধান্ত, ধাক্কায় ভারত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২০

ছবি: সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষ বিদেশি কর্মী নিয়োগে বড় সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২০ সেপ্টেম্বর) দক্ষ বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

আদেশে বলা হয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী হিসেবে যেতে চাইলে অতিরিক্ত এক লাখ ডলার ফি দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২১ লাখ ৭০ হাজার টাকা। জনপ্রিয় এইচ-১বি ভিসা প্রোগ্রাম এই সিদ্ধান্তের আওতায় আসবে। এ ভিসায় প্রতিবছর ভারত ও চীন থেকে বিপুল সংখ্যক কর্মী যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হঠাৎ নীতিগত এই পরিবর্তনে পরিবারগুলোতে ‘গভীর বিঘ্ন’ ঘটতে পারে। কেন্দ্রীয় সরকার নতুন নীতির পূর্ণ প্রভাব বিশ্লেষণ করছে এবং যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে সমাধানের আশা প্রকাশ করেছে।

দেশটির তথ্যপ্রযুক্তি শিল্প সংস্থা ন্যাসকম বলেছে, মাত্র এক দিনের নোটিশে এ ধরনের সিদ্ধান্ত কার্যকর করা উদ্বেগজনক। তারা মনে করে, এ সিদ্ধান্ত ভারতীয় পেশাজীবীদের উপর প্রভাব ফেলবে এবং আন্তর্জাতিক প্রকল্পগুলোর ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটাবে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন ফি কেবল নতুন ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। বর্তমান ভিসাধারী বা নবায়নের ক্ষেত্রে এ ফি দিতে হবে না।

ঘোষণার সময় ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, “আমেরিকানদের চাকরি কেড়ে নেওয়ার জন্য বাইরের লোক আনা বন্ধ করতে হবে। আমাদের দেশে সেরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া তরুণদের প্রশিক্ষণ দাও।”

বর্তমানে এইচ-১বি ভিসার জন্য বিভিন্ন প্রশাসনিক ফি বাবদ মোট খরচ হয় ১ হাজার ৫০০ ডলার। ২০০৪ সাল থেকে এ ক্যাটাগরিতে প্রতি বছর সর্বোচ্চ ৮৫ হাজার জনকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়।

২০২৪ সালে এই ভিসায় সর্বাধিক আবেদনকারী ছিলেন ভারতীয়রা। মোট আবেদনকারীর ৭১ শতাংশ ছিল ভারতের নাগরিক।

ট্রাম্প প্রশাসনের দাবি, কর্মসূচিটির অপব্যবহার রোধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top