ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ভেনিজুয়েলা ‘মূল্য দেবে ভয়াবহ’
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০

ভেনিজুয়েলাকে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ—ভেনিজুয়েলা ইচ্ছাকৃতভাবে বন্দি ও মানসিক রোগীদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। কিন্তু এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাননি।
ট্রাম্পের মন্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে ভেনিজুয়েলার জাহাজে হামলা চালিয়ে অন্তত ১৭ জনকে হত্যা করেছে। ভেনিজুয়েলা একে ‘অঘোষিত যুদ্ধ’ বলে জাতিসংঘে অভিযোগ করেছে।
ওয়াশিংটন ইতোমধ্যেই আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন ও এফ–৩৫ ফাইটার মোতায়েন করেছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে।
অন্যদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে। যদিও তিনি সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন, পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।