নিউইয়র্কে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১০

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার দিবাগত রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরসূচি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছে ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।
ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অঙ্গীকার তুলে ধরবেন।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা-নেত্রীসহ ছয়জন রাজনৈতিক নেতা।
এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা ফেসবুকে পোস্ট করে জানান— বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের ইতিবাচক উদাহরণ বিশ্বমঞ্চে তুলে ধরার চেষ্টা করবেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। ঢাকা থেকে শুরু হওয়া এই উচ্চপর্যায়ের সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রচেষ্টার পরিচায়ক হিসেবে গুরুত্ব বহন করছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।