মুসলিম দেশগুলোর সঙ্গে ট্রাম্পের জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৪

গাজায় চলমান যুদ্ধ ও মানবিক সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মুসলিম-প্রধান কয়েকটি দেশের নেতাদের সঙ্গে বৈঠক করছেন।
রয়টার্সের খবর অনুযায়ী, এই বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনার মূল বিষয় ছিল গাজার যুদ্ধ পরিস্থিতি এবং এর ভবিষ্যৎ শাসনব্যবস্থা।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প এই বৈঠকে একটি শান্তি প্রস্তাব এবং যুদ্ধ-পরবর্তী গাজা পুনর্গঠনের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে জিম্মি মুক্তি, যুদ্ধের অবসান এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
ওয়াশিংটন চাইছে, আরব ও মুসলিম দেশগুলো গাজায় শান্তিরক্ষী সেনা পাঠাক এবং পুনর্গঠনের জন্য আর্থিক সহায়তা দিক। এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে, যখন অনেক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পক্ষে অবস্থান নিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই স্বীকৃতির বিরোধিতা করে আসছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।