বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

ট্রাম্পের গাড়িবহরে আটকে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই নিরাপত্তাই এবার ভোগান্তির কারণ হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য।

 

ঘটনাটি ঘটে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর যাওয়ার সময় পুরো সড়ক বন্ধ করে দেয় নিউইয়র্ক পুলিশ। ব্যারিকেডে আটকে যান ফরাসি প্রেসিডেন্টও। বিব্রত এক পুলিশ কর্মকর্তা তখন ম্যাক্রোঁকে বলেন, “স্যার, আমি দুঃখিত, পুরো এলাকা এখন বন্ধ। প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর আসছে।”

 

অপেক্ষায় বিরক্ত না হয়ে ম্যাক্রোঁ সরাসরি ফোন করেন ট্রাম্পকে। ফোন ধরেই হেসে বলেন, “ভাবুন তো, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, সবকিছু আপনার জন্য বন্ধ হয়ে গেছে।” এসময় তিনি গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার আগ্রহও প্রকাশ করেন।

 

ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ফোনালাপ ছিল উষ্ণ ও বন্ধুসুলভ। আন্তর্জাতিক নানা ইস্যু নিয়েও আলোচনা হয় দুই নেতার মধ্যে। তবে সড়ক খুললেও শেষ পর্যন্ত গাড়িতে নয়, হেঁটেই এগোতে হয় ম্যাক্রোঁকে।

 

জাতিসংঘ অধিবেশনকে ঘিরে বিশ্বনেতাদের আগমনে নিউইয়র্কের কড়াকড়ি নিরাপত্তা শুধু সাধারণ নাগরিক নয়, রাষ্ট্রপ্রধানদেরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top