গাজার যুদ্ধ থামানোই ট্রাম্পের জন্য নোবেল শান্তি পুরস্কারের মূল শর্ত ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২০

ছবি: সংগৃহীত

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েলে ম্যাক্রোঁ মন্তব্য করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে তাকে গাজার যুদ্ধ থামাতে হবে।

রয়টার্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার নিউইয়র্ক থেকে ফ্রান্সের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, “ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধ থামানোর ক্ষমতা কেবল ট্রাম্পেরই রয়েছে।”

তিনি আরও বলেন, “একজন মানুষই আছেন যিনি কিছু করতে পারেন, আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা এমন কোনো অস্ত্র সরবরাহ করি না যা গাজার যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করে, কিন্তু যুক্তরাষ্ট্র করছে। আমি দেখছি একজন আমেরিকান প্রেসিডেন্টকে যিনি বলেন, আমি শান্তি চাই, আমি ৭টি সংঘাতের সমাধান করেছি। তবে নোবেল শান্তি পুরস্কার সম্ভব কেবল তখনই, যখন আপনি এই সংঘাত থামাবেন।”

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে ট্রাম্প বলেছেন, “আমাদের গাজার যুদ্ধ এখনই থামাতে হবে। এখনই শান্তি আলোচনা শুরু করতে হবে।”

কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তান ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন করেছে। যদিও ট্রাম্প আগে থেকেই দাবি করে আসছেন যে, তিনি এই সম্মান পাওয়ার যোগ্য।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top