কঙ্গোতে চার্টার্ড বিমানে আগুন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৭:০৯
সোমবার সকালে ডিআর কঙ্গোর লুয়ালাবা জেলার কোলওয়েজি বিমানবন্দরে একটি চার্টার্ড বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিমানে ছিলেন দেশটির শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা এবং তার ১৯ জন সফরসঙ্গী।
দুর্ঘটনার সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং অবতরণের সঙ্গে সঙ্গে চাকা থেকে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, নিয়ন্ত্রণ হারানো বিমানের পেছনের অংশে দ্রুত আগুন জ্বলে ওঠে এবং চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের সময় চাকা পিছলে যাওয়ায় আগুন লেগেছে। তবে মন্ত্রী ও তার সফরসঙ্গীরা দ্রুত নিরাপদে বিমান থেকে নামানো হয়। মন্ত্রীর উপদেষ্টা আইজ্যাক নেইম্বো বলেন, যাত্রীদের সবাই নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবে ব্যক্তিগত জিনিসপত্র ও সরঞ্জাম ধ্বংস হয়েছে।
দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে বিমান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।