সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী; তীব্র নিন্দা জাতিসংঘের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:০০

সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত সুদানে ভয়াবহ ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

গত শনিবার (১৩ ডিসেম্বর) দেশটির মধ্যাঞ্চলীয় কর্দোফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা লজিস্টিক ঘাঁটিতে এই নৃশংস হামলা ঘটে। হতাহত সবাই বাংলাদেশের নাগরিক এবং তারা জাতিসংঘের ইউনিসফা (UNISFA)-এর সদস্য হিসেবে সেখানে কর্মরত ছিলেন।ইউনিসফা মিশনের লোগো।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। তিনি জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন।

সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে। উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলা এই গৃহযুদ্ধ দেশটি ৪০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই হামলায় শোক প্রকাশ করে জাতিসংঘের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন বাংলাদেশের শান্তিরক্ষীদের জন্য প্রয়োজনীয় সব জরুরি সহায়তা নিশ্চিত করা হয়।

এই ঘটনার প্রেক্ষিতে গুতেরেস সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ অবদানকারী দেশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top