গোপনে ইসরায়েলে মারণাস্ত্র সরবরাহ করছে লুফথানসা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪২
গাজায় দীর্ঘ সময় ধরে ইসরায়েলি হামলার পর সাময়িকভাবে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ইসরায়েলকে সামরিকভাবে শক্তিশালী করার পশ্চিমা তৎপরতা থেমে নেই। এ প্রেক্ষাপটে জার্মানি থেকে ইসরায়েলে আবারও সমরাস্ত্র সরবরাহ শুরু হওয়ার তথ্য সামনে এসেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক অনুসন্ধানী মাধ্যম ডিক্লাসিফায়েড–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির কার্গো ফ্রেইট প্রতিষ্ঠান লুফথানসা পুনরায় ইসরায়েলে সমরাস্ত্র সরবরাহ শুরু করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, লুফথানসা ইসরায়েলে অস্ত্র পৌঁছে দেওয়া এবং ইসরায়েল থেকে নিরাপত্তা-সংশ্লিষ্ট পণ্য পরিবহনের কাজে যুক্ত রয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে লুফথানসা ঘোষণা দিয়েছিল, তারা তেল আবিবে এবং তেল আবিব থেকে পণ্য পরিবহন বন্ধ রেখেছে। তবে কয়েক দিনের ব্যবধানে প্রকাশ পাওয়া নতুন তথ্যে জানা যায়, কৌশলগতভাবে ও বিধিনিষেধের ফাঁকফোকর ব্যবহার করে প্রতিষ্ঠানটি অস্ত্র পরিবহন অব্যাহত রেখেছে।
ডিক্লাসিফায়েডের প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্যের রপ্তানি নিয়ন্ত্রণ বিধিনিষেধ ও নিষেধাজ্ঞার কাঠামোর মধ্যেই এসব ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ যুক্তরাজ্যের ইনস্যুরেন্স নীতিমালা মেনে ইসরায়েলে মারণাস্ত্র সরবরাহ সম্ভব হচ্ছে।
এই তথ্য এমন এক সময়ে সামনে এলো, যখন সম্প্রতি জার্মান সরকার জানিয়েছে— তারা আবারও ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্স দেওয়া শুরু করেছে। উল্লেখ্য, গত আগস্টে জার্মানি ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্স স্থগিত করেছিল।
লুফথানসার এই ভূমিকা নিয়ে যুক্তরাজ্যের অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের মধ্যেও বিভ্রান্তি দেখা দিয়েছে। তারা ডিক্লাসিফায়েডকে জানিয়েছেন, ব্রিটেন অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণে কিছু পরিবর্তন এনেছে ঠিকই, তবে অন্য কোনো কোম্পানি বর্তমানে অস্ত্র সরবরাহ করছে কি না— সে বিষয়ে তাদের স্পষ্ট ধারণা নেই।
উল্লেখ্য, যুক্তরাজ্যের বাণিজ্য মন্ত্রণালয় দেশটির রপ্তানি নিয়ন্ত্রণ কার্যক্রম তদারকি করে। গত বছরের সেপ্টেম্বরে তারা প্রায় ৩০টি প্রতিষ্ঠানের অস্ত্র রপ্তানি লাইসেন্স স্থগিত করেছিল। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, ইনস্যুরেন্স নীতির দুর্বলতা কাজে লাগিয়ে ইসরায়েলে অস্ত্র সরবরাহ অব্যাহত থাকলে ফিলিস্তিনিদের জীবন আরও বড় ঝুঁকির মুখে পড়তে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।