ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:০১
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। একই সঙ্গে তিনি সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমকর্মীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন কমনওয়েলথ মহাসচিব। হাদির মৃত্যুতে শোকাহত বাংলাদেশের মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বিবৃতিতে শার্লি বোচওয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে গণমাধ্যমকর্মীসহ সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন তিনি।
সহিংসতার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি এবং সংযম, দায়িত্বশীলতা ও বিদ্বেষ প্রত্যাখ্যানের বিষয়ে অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিকে স্বাগত জানান কমনওয়েলথ মহাসচিব।
এছাড়া চলমান সংকটপূর্ণ পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সতর্কতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের অনুরোধ করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।