থানার সামনে বোমা বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬

থানার সামনে বোমা বিস্ফোরণ।ছবি : সংগৃহীত)

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি থানার সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে মস্কোর ইয়েলেতস্কায়া সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রুশ তদন্ত কমিটির বরাত দিয়ে জানা গেছে, থানার সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে যান দুই ট্রাফিক পুলিশ সদস্য। কথোপকথনের এক পর্যায়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা বিস্ফোরক ডিভাইসটি সক্রিয় করেন। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য ও পাশেই অবস্থানরত আরেক ব্যক্তি নিহত হন।

নিহত পুলিশ সদস্যদের বয়স ছিল যথাক্রমে ২৪ ও ২৫ বছর। কর্তৃপক্ষ জানায়, ২৫ বছর বয়সী ওই পুলিশ সদস্যের এক স্ত্রী এবং ৯ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।

উল্লেখ্য, মাত্র দুই দিন আগেই একই এলাকায় রাশিয়ান সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফানিল সারভারভ গাড়িবোমা হামলায় নিহত হন। তবে সাম্প্রতিক এই বিস্ফোরণের সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top