নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি তুলে দিল ইসরায়েলি সেনা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:১২
অধিকৃত পশ্চিম তীরে রাস্তার পাশে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায়রত এক ফিলিস্তিনি ব্যক্তিকে এটিভি গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর এক রিজার্ভ সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, কোমড়ে অস্ত্র ঝুলিয়ে চার চাকার এটিভি গাড়ি চালিয়ে ওই ইসরায়েলি সেনা রাস্তার পাশে নামাজরত ফিলিস্তিনি ব্যক্তিকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে পড়ে যান।
ঘটনার পরও ওই সেনা ফিলিস্তিনি ব্যক্তিকে এলাকা ছেড়ে চলে যেতে চিৎকার করতে থাকেন বলে জানা গেছে। পরে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি গুরুতরভাবে আহত না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী সংশ্লিষ্ট সেনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। তার চাকরি বাতিল করা হয়েছে এবং ব্যবহৃত অস্ত্রও কেড়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো এমন আচরণকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।