মার্কিন হামলার আশঙ্কায় ইরান আকাশপথ বন্ধ, উত্তাল রাজপথে নিরাপত্তা জোরদার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪২
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। মার্কিন হামলার আশঙ্কায় ইরান নিজস্ব আকাশপথ বন্ধ ঘোষণা করেছে, আর ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়ে নিচ্ছে।
পেন্টাগনের দাবি, তারা ইরানের পারমাণবিক কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ঘাঁটিসহ বিভিন্ন লক্ষ্যবস্তুর তালিকা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জমা দিয়েছে। অন্যদিকে, তেহরান প্রতিরক্ষা জোরদার করেছে এবং সরকারপন্থি সমাবেশে উচ্চ সতর্কতায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
ইরানের প্রধান বিচারপতি বলেছেন, রাজপথে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িতদের দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তবে ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন বিক্ষোভকারীদের মৃতুদণ্ড দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
সত্তরের দশকের ইসলামি বিপ্লবের পর সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি ইরান। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ সরকার পতন আন্দোলনে রূপ নিয়েছে, আর উত্তাল রাজপথে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রতিদিনই সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগেই ইরান ইস্যুতে সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সৌদি আরব ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছে। তেহরান জানিয়েছে, যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে হামলা করা হয়, তবে পাল্টা আঘাত আসবে ওই দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে।
যুদ্ধ পরিস্থিতি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে ইরান ইস্যুতে বিক্ষোভ হয়েছে। জার্মানির বার্লিনে হাজার হাজার প্রবাসী ইরানি আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে তেহরানে ব্রিটিশ দূতাবাসের বাইরে ইরান সরকারের সমর্থনে বিক্ষোভ হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী স্লোগান দিয়েছেন অনেকে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।