নির্বাচন কমিশনের নির্লিপ্ত ভূমিকা সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করছে: বিএনপি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৯
নির্বাচন কমিশনের নির্লিপ্ততা ও নির্বাচনী কর্মকর্তাদের নিশ্চুপ ভূমিকা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, নির্বাচন কমিশন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে যেমন কঠোর আইন প্রয়োগে আগ্রহী, সব দলের ক্ষেত্রেই যেন একই আচরণ নিশ্চিত করা হয়।
বুধবার (গতকাল) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনে গিয়ে স্পষ্ট করে বলে এসেছি—নির্বাচন কমিশনের এই নির্লিপ্ততা কিংবা নির্বাচনী কর্মকর্তাদের নিশ্চুপতা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আশা করি, নির্বাচন কমিশন তাদের আচরণে পরিবর্তন আনবে।”
কোনো দলের নাম উল্লেখ না করে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ঢাকা মহানগরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে কম শিক্ষিত ও দরিদ্র শ্রেণির মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ডের ফটোকপি, মোবাইল নম্বর এবং মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করছে।
তিনি বলেন, “এই দেশে কখনও এমন ঘটনা ঘটেনি। এটি অত্যন্ত উদ্বেগজনক এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতার পরিপন্থী।”
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বলেন, “আমরা বারবার বলে আসছি, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ থাকতে হবে। দল বড় হোক বা ছোট হোক, ক্ষমতাবান হোক বা সাধারণ নাগরিক—সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।”
তিনি অভিযোগ করেন, কিছু দলের গুরুত্বপূর্ণ নেতারা নির্বাচন কমিশন ও নির্বাচনী কর্মকর্তাদের চোখের সামনেই প্রকাশ্যে প্রচার চালিয়ে যাচ্ছেন। অথচ বিএনপির চেয়ারম্যান দেশের উত্তরাঞ্চল সফরের পরিকল্পনা করলে নির্বাচন কমিশনের অনুরোধে তা স্থগিত করা হয়।
নজরুল ইসলাম খান বলেন, “পরিষ্কারভাবে জানানো হয়েছিল, এটি কোনো নির্বাচনী সফর নয়, রাজনৈতিক সফরও নয়। তবুও নির্বাচন কমিশনের অনুরোধে আমরা তা মেনে নিয়েছি।”
পোস্টাল ব্যালট ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিশেষ কিছু দলকে সুবিধা দিতে দাঁড়িপাল্লা, হাতপাখা ও শাপলা কলি প্রতীকগুলো পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে, আর বিএনপির প্রতীক রাখা হয়েছে ভাঁজের নিচে। এটি স্পষ্টতই উদ্দেশ্যমূলক।
তিনি আরও বলেন, “পোস্টাল ব্যালট নিয়ে নানা অনিয়মের খবর আসছে। বাহরাইনে এক জামায়াত নেতার বাসায় দুই শতাধিক ব্যালট পেপার নিয়ে কাজ করার ভিডিও ভাইরাল হয়েছে। এক বাড়িতে এত ব্যালট পেপার থাকার অর্থ হলো—ভোট প্রদানের স্বাভাবিক ও আইনানুগ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।”
সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিহউল্লাহসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।