কঠোর লকডাউনে কঠোর জ্যাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ আগষ্ট ২০২১, ২২:০৭

কঠোর লকডাউনে কঠোর জ্যাম।

রোববার (১ আগস্ট) থেকে রফতানিমুখী শিল্প-কারখানা খুলে দিয়েছে সরকার। পথে সীমাহীন দুর্ভোগ সয়ে ঢাকা তথা কর্মস্থলে ফিরেছেন শ্রমিক ও কর্মকর্তারা। শ্রমিকদের কর্মস্থলে ফেরাতে বাস ও লঞ্চ সাময়িকভাবে জন্য খুলে দেয়ার পর সোমবার থেকে তা আবার বন্ধ রয়েছে। তাই ঢাকাসহ এর আশেপাশের এলাকায় কর্মস্থলে ফেরা শ্রমিকদের যুদ্ধ এখন অফিস ও কারখানায় আসা-যাওয়ার।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথে সড়কে বাড়তে থাকে পরিবহনের সংখ্যা। গণপরিবহন না চললেও অনেকেই বের হয়েছেন নিজস্ব গাড়ী নিয়ে। ছবিটি রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তোলা হয়েছে। 

প্রাইভেট গাড়ির পাশাপাশি সড়কে দেখা গেছে রিকশা ও মোট্র সাইকেলের আধিক্য। মানুষ রিকশায় করে বেশি ভাড়া দিয়ে নিজসে গন্তব্য যাচ্ছে। ছবিটি রাজধানীর রামপুরা এলাকা থেকে তোলা। 

রামপুরার একটি গার্মেন্টসের কর্মী রায়হান। তিনি বলেন, ‘সকাল থেকে নানাভাবে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। অফিসের সময়ও চলে যাচ্ছে। তাই মোটরসাইকেলে যাওয়ার চেষ্টা করছি। অনেক ভাড়া চাইছে। খুব বিপদে আছি ভাই।’ এই বলেই এক মোটরসাইকেলের দিকে ছুটে যান তিনি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top