শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

শহীদ শরিফ হাদির মৃত্যুর পর দেশ উত্তাল, বিএনপি মহাসচিবের তীব্র প্রতিবাদ

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

বঙ্গবন্ধু হত্যার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার এই ঘটনার পুরো দায়িত্ব নেবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে ফেসবুকে ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, “বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন দোয়া করছে, তখন ডেইলি স্টার ও প্রথম আলোসহ বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নূরুল কবীরসহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হয়েছে।”

তিনি আরও বলেন, “দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, এরা এই দেশের শত্রু। আজ এই দুঃখভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করল। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

বিএনপি মহাসচিবের মতে, “হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। স্বৈরাচারী সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হলো জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা।”

শহীদ শরিফ ওসমান হাদি ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন। ঢাকায় ও পরে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। তার মৃত্যুর পর ঢাকা শহর এখন উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top