রাজধানীর ইসিবি চত্বরে বাসের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ০৩:৪৮

রাজধানীর ইসিবি চত্বরে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ৬০ বছরের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর সঙ্গে থাকা ৫-৬ বছরের এক শিশু রাস্তায় ছিটকে পড়ে আহত হয়েছে। আহত শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক বলেন, আজ সকালে ওই নারী শিশুসহ ইসিবি চত্বর এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় রাজধানী এক্সপ্রেসের একটি বাস এসে তাদের ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয় এবং শিশুটি ছিটকে রাস্তায় পড়ে যায়।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ওই নারীর জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। কিন্তু তাতে তার নাম অস্পষ্ট। তবে জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ।

ওসি আরও বলেন, আহত শিশুটিকে কুর্মিটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে আছে। আইনিপ্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top