বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:৪০

সংগৃহীত

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের তরুণ ব্যবসায়ী হোসাইন মোহাম্মদ আনোয়ার ওরফে আনোয়ার হোসেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ডের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, সানজিদা ইসলাম তুলি ইসলামে বিবাহ সংক্রান্ত বিষয়ে অবমাননাকর মন্তব্য করেছেন এবং ইসলাম ধর্ম ও মুসলিমদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন। এ ধরনের কাজ দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়।

বাদী জানিয়েছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী ধর্ম চর্চার অধিকার মানুষের মৌলিক অধিকার। ইসলাম ধর্মে ‘বিবাহ’ একটি গুরুত্বপূর্ণ রীতিনীতি। তবে ধর্মকে অপমান করা বা ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কোনো নাগরিকের নেই।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top