বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন

বিসিবির পরিচালক পর্ষদে ৬ নতুন মুখের সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ২০:৪১

বিসিবির পরিচালক পর্ষদে ৬ নতুন মুখের সম্ভাবনা

আসছে ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন। নির্বাচনের এখনও প্রায় দুই সপ্তাহ সময় থাকলেও সময়ের প্রবাহতায় তৈরি হতে পারে নতুন সমীকরণ বদলে যেতে পারে প্রেক্ষাপট ও পরিবেশ। শোনা যাচ্ছে, রদবদল হতে যাচ্ছে বিসিবির নতুন পরিচালক পর্ষদে। এক ঝাঁক নতুন পরিচালকের দেখা মিলবে এবার।

শোনা যাচ্ছে, পুরোনো ছয়জনের বদলে আসতে যাচ্ছে নতুন ৬ জন। তারা হলেন ইফতেখার রহমান মিঠু (ক্যাটাগরি-২, ফেয়ার ফাইটার্স ক্লাব), মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), ফাহিম সিনহা (প্রয়াত আফজালুর রহমান সিনহার ছেলে, সূর্যতরুণ ক্লাব), তানভির আহমেদ টিটু (ক্যাটাগরি-১, নারায়নগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা) ওবেদ রশীদ নিজাম (ক্যাটাগরি-২, শাইনপুকুর ক্রিকেট ক্লাব) ও সালাউদ্দিন চৌধুরী (ক্যাটাগরি-২, কাকরাইল বয়েজ ক্লাব)।

এছাড়া ক্যাটাগরি-২ মানে ঢাকার ক্লাব কোটায় বর্তমান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন (আবাহনী), মাহবুব আনাম (মোহামেডান), নজিব আহমেদ (শেখ জামাল), মঞ্জুর কাদের (ঢাকা এসেটস), ইসমাইল হায়দার মল্লিক (প্রথম বিভাগ দল শেখ জামাল ক্রিকেটার্স) ও গাজী গোলাম মূতর্জা (গাজী গ্রুপ ক্রিকেটার্স) বরাবরের মতোই থাকছেন পরিচালক পদে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top