৬ বছর পর শীর্ষ দশের বাইরে কোহলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ জুলাই ২০২২, ০৯:০৪

৬ বছর পর শীর্ষ দশের বাইরে কোহলি

সেঞ্চুরি পাচ্ছেন না, প্রায় তিন বছর হয়ে যাচ্ছে। বিরাট কোহলির ব্যাটেও মরচে পড়ে গেছে সম্প্রতি। রানই পাচ্ছেন না তিনি। তারই ছাপ পড়ল র‍্যাঙ্কিংয়ে। ছয় বছর পর আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশের বাইরে চলে গেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। তবে তার সতীর্থ ঋষভ পান্ত চলে এসেছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে। এদিকে ভারতের বিপক্ষে দুই সেঞ্চুরির সুবাদে জনি বেয়ারস্টো ৪ বছর পর চলে এসেছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক জো রুট সদ্যসমাপ্ত টেস্টে পেয়েছেন সেঞ্চুরির দেখা। যার ফলে তার দল পেয়েছে ৩৭৮ রান তাড়া করে রেকর্ডগড়া এক জয়। এর ফলে ৯২৩ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও ধরে রাখলেন ইংলিশ এই ব্যাটসম্যান। 

উইকেটরক্ষক  ব্যাটসম্যান পান্ত প্রথম ইনিংসে ১৪৬ রানের ইনিংস খেলে ভারতকে খাদের কিনার থেকে উদ্ধার করেছিলেন। এরপর ৫৭ রানের ইনিংস খেলে তিনি ভারতকে দিয়েছিলেন বড় লিডের দিশা। তারই সুবাদে ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন শীর্ষ পাঁচে।

কোহলি সবশেষ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে করেছেন মোটে ৩১ রান। এর ফলে নবম স্থান থেকে তিনি নেমে গেছেন র‍্যাঙ্কিংয়ের ১৩তম অবস্থানে।

এদিকে বেয়ারস্টো ভারতের বিপক্ষে দুই ইনিংসে করেছেন দুই সেঞ্চুরি। শেষ ইনিংসে ১১৪ রানের ইনিংস খেলে তিনি ইংল্যান্ডকে এনে দিয়েছেন রেকর্ডগড়া সেই জয়। এর ফলে তার উন্নতি হয়েছে ১১ ধাপ। তিনি চলে এসেছেন র‍্যাঙ্কিংয়ের ১০ম স্থানে। ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান আছেন তার ক্যারিয়ার সেরা ফর্মে। শেষ তিন টেস্টে তিনি করেছেন ৪ সেঞ্চুরি।



বিষয়: কোহলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top