সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

শ্রাবন্তীকে বোকা বললেন শুভশ্রী গাঙ্গুলি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১৪:১৭

সংগৃহীত

সম্প্রতি জি বাংলার ‘অপুর সংসার’ শোতে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন। শো-এর র‍্যাপিড ফায়ার সেগমেন্টে শাশ্বত চট্টোপাধ্যায় জানতে চেয়েছিলেন—নুসরাত জাহান, মিমি চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মধ্যে কে “বোকা”?

কোনো ভাবনা না ভেবেই শুভশ্রী শ্রাবন্তীর নাম বলেন। পরে তিনি দাবি করেন, শ্রাবন্তী আসলে “ইমোশনাল ফুল”, যার কারণে এমন কথা বলেছেন।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনও শোতে আলোচিত হয়েছে। শুভশ্রী জানান, বিভিন্ন শোতে দর্শকরা তাদের নাম নিয়ে বিভ্রান্ত হন—কখনও শ্রাবন্তীকে শুভশ্রী, আবার কখনও শুভশ্রীকে শ্রাবন্তী মনে করা হয়। এটি প্রায়ই ঘটে, এমনকি তখন রাজের সঙ্গে শুভশ্রীর বিয়ে হয়নি।

শ্রাবন্তী ১৮ বছরের আগেই প্রথম বিয়ে করেন এবং পরবর্তীতে তিনবার বিবাহ-বিচ্ছেদ হয়েছেন। তবে বর্তমানে তিনি কাজেই মন দিয়েছেন, এবং ‘দেবী চৌধুরানী’ সিনেমাসহ কয়েকটি বড় প্রোজেক্টে দেখা গেছে তাকে।

অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলি এখন পরিবার নিয়ে থিতু। রাজ ও মিমির সঙ্গে প্রাথমিক ত্রিকোণ সম্পর্কের অতি শোরগোলের পর বর্তমানে দুই সন্তানসহ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। কাজের বাইরে তার সময় কাটে পরিবারকে নিয়েই।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top