সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১৪:১১

ছবি: সংগৃহীত

সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সোমবার সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার কেন নতি স্বীকার করেছে তার বড় কারণ হলো উপদেষ্টা পরিষদের তুলনায় আমলাতন্ত্র ক্ষমতাবান। তিনি অভিযোগ করেন, এখানে সরকারি কর্মকর্তাদের গোষ্ঠীস্বার্থ বা রাজনৈতিক স্বার্থের প্রভাব কাজ করছে এবং কিছু অংশের আমলাতন্ত্র উপদেষ্টাদের তুলনায় বেশি শক্তিশালী।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, দুদক সংস্কার কমিশনে আশু করণীয় সরকারের কাছে গুরুত্ব পায়নি। সরকারি আমলাতন্ত্রের একচ্ছত্র কর্তৃত্বের কারণে দুদকের পরিপূর্ণ স্বাধীনতা নষ্ট হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে কিছু কার্যক্রম বাদ দেওয়া হয়েছে। তিনি পুলিশ কমিশনের গঠনকেও জুলাই সনদের পরিপন্থী বলে উল্লেখ করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top