বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা পাডুকোন

নিশি রহমান | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২, ২১:৫০

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন

কাতার বিশ্বকাপের মঞ্চে দীপিকা পাডুকোন।তার মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক। না, ম্যাচ দেখতে নয়। বিশ্বকাপের ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন দীপিকা। পিঙ্কভিলা জানিয়েছে, ফুটবল বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচন করবেন দীপিকা।

শুধু ভারত নয়, বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে এই কাজ করতে চলেছেন দীপিকা। আন্তর্জাতিক মঞ্চে এর আগে বেশ কয়েকবার ভারতের নাম উজ্জ্বল করেছেন দীপিকা। সেই তালিকায় যোগ হতে চলেছে বিশ্বকাপও।

কাতারে এখন চলছে নকআউট পর্বের খেলা। ১৮ ডিসেম্বর জমকালো ফাইনালের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। জানা গেছে, শিগগিরই কাতারে যাবেন ভারতের এই অভিনেত্রী। সেখানে গিয়ে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন। ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা আর কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা অবশ্য এখনও জানা যায়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top