সম্ভাবনা জাগিয়েও মিরপুর টেস্টে টাইগারদের, সিরিজে সমতা

শাকিল খান | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৯

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জয় মানেই বড় অর্জন। ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে দীর্ঘ দিনের সেই আক্ষেপ মোচন করেছিল বাংলাদেশ। এবার সিরিজ জিতে ইতিহাস রচনার দ্বারপ্রান্তে ছিল টাইগাররা। 'হোম অব ক্রিকেট' মিরপুরে চতুর্থ দিনে টেস্ট সিরিজ জয়ের দৃশ্যপটও তৈরি করেছিল শান্ত বাহিনী।

১৩৭ রানের লক্ষ্য দিয়েও বোলারদের দাপটে দারুণ লড়াই করল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬৯ রানের মধ্যে নিউজিল্যান্ডের ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ বোলাররা। তবে সপ্তম উইকেট জুটিতে গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারের ওয়ানডে ঘরানার ব্যাটিং কিউইদের জয় পাইয়ে দেয়। মূলত এই জুটির কাছেই হেরে গেছে বাংলাদেশ। ৪ উইকেটে হেরে সিরিজে ১-১ ব্যবধানে শেষ করল।

স্কোর:

বাংলাদেশ-১৭২ ও ১৪৪

নিউজিল্যান্ড-১৮০ ও ১৩৯/৬

(টার্গেট ১৩৭)



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top