ওয়াংখেড়েতে ১০ নম্বর জার্সির দুই কিংবদন্তি! মেসি-শচীনের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৪২

সংগৃহীত

ক্রীড়াঙ্গণের দুই জীবন্ত কিংবদন্তি, ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিকেটার শচীন টেন্ডুলকার—দুজনই নিজ নিজ খেলার ১০ নম্বর জার্সির প্রতীক। এবার তারা একই মঞ্চে এলেন!

রোববার (১৪ ডিসেম্বর) মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে 'দ্য গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫'-এর অংশ হিসেবে এই বিরল দৃশ্যের সাক্ষী হলো ক্রীড়াজগৎ।

দর্শকদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। স্টেডিয়ামে মেসি ও শচীনের সঙ্গে মঞ্চ আলোকিত করেন ভারতের ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রীও। এদিন হায়দরাবাদ ও মুম্বাইয়ে যেন ছন্দ ফিরে পেল মেসির ভারত সফর।মঞ্চে মেসি, শচীন ও সুনীল ছেত্রীর উপস্থিতি।

অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে শচীন টেন্ডুলকার মেসিকে এক বিশেষ উপহার দেন—তার ২০১১ বিশ্বকাপ জেতা আইকনিক জার্সিটি। জবাবে মেসি টেন্ডুলকারকে একটি ফুটবল উপহার দেন।

জার্সি তুলে দেওয়াকে 'মুম্বাই এবং ভারতের জন্য একটি সোনালী মুহূর্ত' হিসেবে উল্লেখ করেন শচীন। এই সময় ভক্ত-সমর্থকদের মধ্যে দেখা যায় তুমুল উন্মাদনা।

গোটা স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে 'মেসি... মেসি...' এবং 'শচীন... শচীন...' স্লোগানে। দুই কিংবদন্তির এই ঐতিহাসিক সাক্ষাৎ নিঃসন্দেহে ক্রীড়াজগতের এক স্মরণীয় অধ্যায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top