ফাইনালে রংপুরের প্রতিপক্ষ ঢাকা মেট্রো

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এনসিএল টি২০ টুর্নামেন্ট

Ruhul Raj | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:১১

ন্যাশনাল ক্রিকেট লিগের একটি মুহুর্ত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি২০ টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছিল রংপুর। রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে ৩৮ রানের জয় নিয়ে ফাইনালে নাম লিখিয়েছে ঢাকা মেট্রো। আগামী ২৪ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।

গ্রুপপর্বে শতভাগ জয় নিয়ে পরের রাউন্ডে ওঠে ঢাকা। সেখানে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুরের বিপক্ষে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে মাঠে নামে তারা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা মেট্রো।

রোববার সিলেটে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান করে মেট্রো। পরে ওই রান তাড়ায় নেমে মাত্র ৮১ রানে অলআউট হয়ে গেছে খুলনা। ৪০ রানে প্রথম উইকেট হারানোর পর অনেকটা একাই লড়েন নাঈম শেখ।

সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৫৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৭ রান করেন তিনি। এর বাইরে ইমরানুজ্জামান ১০ বলে ১৪ ও ১৯ বলে ১৬ রান করেন শহিদুল ইসলাম। খুলনার হয়ে তিন উইকেট করে নেন শেখ পারভেজ হোসেন জীবন, মাসুম খান টুটুল ও মেহেদী হাসান রানা।

রান তাড়ায় নামা খুলনার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান আসে অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাটে। ১৮ বলে ২২ রান করেন তিনি। ২৫ বলে ১৬ রান আসে মাসুম খানের ব্যাটে। ঢাকা মেট্রোর হয়ে ৩ ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট নেন রাকিবুল হাসান ২ ওভার ৪ বলে ১৩ রানে তিন উইকেট নেন মোসাদ্দেক হোসেন। আল-আরাফাহ্ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রাকিবুল।

সংক্ষিপ্ত স্কোর-
কোয়ালিফায়ার-২
ঢাকা মেট্রো-খুলনা
টস- ঢাকা মেট্রো
ফল- ঢাকা মেট্রো ৩৮ রানে জয়ী
ঢাকা মেট্রা : ১১৯/৮ (২০ ওভার), নাঈম- ৫৭(৫৩), শহিদুল- ১৬(১৯)
বোলিং: মেহেদী ৪-০-১৮-২, টুটুল ৪-০-১৬-২
খুলনা : ৮১/১০ (১৭.৪ ওভার), সোহান- ২২(১৮), বিজয়- ১৬(১৫)
বোলিং: মোসাদ্দেক ২.৪-০-১৩-৩, রাকিবুল- ৩-১-১৬-২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top