২১তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতার উদ্বোধন
Ruhul Raj | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৯
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে আরম্ভ হয়েছে তিন দিনব্যাপী (২৬-২৮শে ডিসেম্বর,) ২১তম জাতীয় সিনিয়র/জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৪।
আজ ২৭ ডিসেম্বর, ২০২৪ইং তারিখ শুক্রবার সকাল ১১ টায় প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস শাকুর চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা এছাড়া ফেডারেশনের অন্যান্য সদস্যগন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতায় দেশের ১৭টি জেলা ক্রীড়া সংস্থাসহ বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বিকেএসপি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে প্রায় ৬০৫ জন তায়কোয়ানডো খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।