বিপিএল শুরু আগেই টিকিটের হাহাকার, ভোগান্তিতে দর্শক
Ruhul Raj | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭
বিপিএলের একাদশ আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামীকাল (সোমবার) দুপুরে। তবে এখন পর্যন্ত টিকিট নিয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি বিসিবি। কত টাকায় মিলবে টিকিট কিংবা কোথায় পাওয়া যাবে তা এখনও অজানা। এরই মাঝে আজ (রোববার) ভোর থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে ভিড় করতে দেখা যায় ভক্ত-সমর্থকদের। পরে টিকিট না পেয়ে অনেকে বিক্ষোভও করেছেন।
টিকিটের আশায় ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন সমর্থকরা, বেলা যতই গড়াচ্ছে ততই আকার বাড়ছে সেই লাইনের। তবুও বুথ বন্ধ থাকায় মেলেনি টিকিট। যে কারণে হতাশাগ্রস্ত দর্শকদের একটি অংশ মিছিল আবার কেউ কেউ অবস্থান নিয়েছেন মিরপুর হোম অব ক্রিকেটের সামনে।
বিষয়: বিপিএল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।