নোয়াখালীতে আয়োজন হচ্ছে মাসব্যপি ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৫, ১৪:৫২

ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব

খেলাধুলার মাধ্যমে আগামীর নাগরিকরা যেন যোগ্য হয়ে গড়ে উঠতে পারে সেই উদ্দেশ্যে নোয়াখালী জেলার রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের প্রবাসে অবস্থানরত ফয়সাল পাটোয়ারী'র প্রতিষ্ঠিত করেন ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব।

ক্লাবটির উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব ফুটবল লীগ সিজন-২।

টুর্নামেন্টে বেশ দেশের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি দল অংশগ্রহণ করবে। মাসব্যাপী চলবে এই আয়োজন।

দেশ এবং দেশের বাহিরের মানুষ যাতে ঘরে বসে খেলা উপভোগ করতে পারেন তারজন্য মাঠ থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাে নেওয়া হয়েছে।

এস আর প্রোডাকশনের পক্ষে সোহেল রানা বলেন, আমরা আগামী ১৮ জানুয়ারী থেকে সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।

তাছাড়া খেলার ধারাভাষ্যে থাকবে বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ধারাভাষ্যকার। এ আয়োজনকে নোয়াখালীবাসী সাধুবাদ জানিয়েছে।

গ্রামবাসীদের কয়েকজন বলেন, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আর এরকম আয়োজনে নোয়াখালীর ফুটবলাররা আরো উজ্জ্বীবিত হবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top