বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

কেমন আছেন তামিম, জানালেন চিকিৎসকরা

Nasir Uddin | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১৩:৩৭

ফাইল ছবি

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন এখন তামিম ইকবাল। সোমবার সারাটাদিন উদ্বেগ আর উৎকণ্ঠায় কেটেছে ক্রিকেটপ্রেমী সকল মানুষের। পুরো ক্রিকেট বিশ্ব যেন থমকে গিয়েছিলো তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাকের খবরে।

বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে সোমবার (২৪ মার্চ) হার্ট অ্যাটাকের শিকার হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। পরে জানা যায়, তার হার্টে ব্লক ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তার হার্টে রিংও পরানো হয় তাকে।

এমন পরিস্থিতি থেকে প্রাণে বেঁচে ফেরার ঘটনা খুবই কম। হাজারে একজনও পারে কি না সন্দেহ। বর্তমানে তামিম হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। এমন অবস্থায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন সবার কাছে জানার আগ্রহ কেমন আছেন তামিম ইকবাল?

তামিম ইকবাল সে শঙ্কা গতকালই কাটিয়ে উঠেছেন। দ্রুত চিকিৎসা, চিকিৎসকদের নিবিড় পরিচর্যা আর দেশবাসির দোয়ার বদৌলতে বিকাল নাগাদ তামিমের শঙ্কা কাটতে শুরু করে। হার্টে যে ব্লক ধরা পড়েছিল, সেখানে রিং বসানো হয়েছিলো। গতকাল দুপুরের পরই জ্ঞান ফেরে তার। মায়ের সঙ্গে কথাও বলেছিলেন। গতকাল চিকিৎসকরা জানিয়েছিলেন, তামিমের অবস্থা জানতে অপেক্ষা করতে হবে ২৪ থেকে ৪৮ ঘণ্টা।

এদিকে আজ সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, এই মুহূর্তে অনেকটাই শঙ্কামুক্ত তামিম। এসময় হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব বলেন, 'আপনারা জানেন যে আমাদের সবার প্রিয় তামিম ভাইয়ের একটি কঠিন সময় যাচ্ছে। যে পর্যায়ের ক্রিটিকাল পিরিয়ড ছিল আমরা সেখান থেকে একেবারে না হলেও কিছুটা কাটিয়ে উঠেছি। উনি সুস্থ আছেন, খাওয়া-দাওয়া করছেন, কথা বলছেন, ওনার পরিবারের সঙ্গে কথা বলেছেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন।'

'আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে উনি আমাদের মধ্যে ভালোভাবে আছেন। ইনশাআল্লাহ আমরা উনাকে সুস্থভাবে এখান থেকে ছাড়তে পারব। কখন ছাড়ব সেটা উনাদের পারিবারিক সিদ্ধান্ত। স্যাররা সবকিছু উনাদের ব্যাখ্যা দিয়েছেন। আমরাও বলেছি। তারপরও উনাদের পারিবারিক সিদ্ধান্তের ওপর শ্রদ্ধা জানিয়ে ওনারা যেভাবে আমাদের বলবেন সেভাবে আমরা সহযোগিতা করব।'

তামিমের অবস্থা নিয়ে কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব বলেন, 'আগামী তিন মাস ওনাকে পর্যবেক্ষণে রাখা হবে। উনি নিজেই চেকআপে থাকবেন। ওনার হার্ট কি আরো ভালোর দিকে যাচ্ছে, নাকি খারাপের দিকে যাচ্ছে এসব পরীক্ষা নিরীক্ষায় উনি থাকবেন। এরপর ডাক্তাররা তাকে খেলার অনুমতি দিলে তিনি খেলতে পারবেন, তবে এর আগে উনাকে নিয়মের মধ্যেই থাকতে হবে।'



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top