বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনাগ্রহ বিসিবির, আইসিসিতে চিঠি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১০:০০

ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পায়নি বিসিবি।

বাংলাদেশ দলকে বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে রাজি করাতে আইসিসির মাধ্যমে নতুন প্রস্তাব দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চলমান জটিল পরিস্থিতি নিরসনের লক্ষ্যে ইতোমধ্যে আইসিসি এ বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনের কোনো এক সময়ে অনলাইন সভার মাধ্যমে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

আজকের অনলাইন সভায় আইসিসির মাধ্যমে বিসিসিআই বাংলাদেশ দলকে ভারতে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে। তবে এমন প্রস্তাব এলেও নিজেদের অবস্থান থেকে সরে আসবে না বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকায় সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।

এর আগে মুস্তাফিজুর রহমান ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম স্পষ্ট করে জানান, এ মুহূর্তে ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা হয়নি। তিনি বলেন, যেহেতু এটি আইসিসির একটি টুর্নামেন্ট, তাই সব ধরনের যোগাযোগ আইসিসির মাধ্যমেই হওয়া উচিত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top