মেসির জোড়া গোলে সেমিফাইনালে মায়ামি

Nasir Uddin | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ১১:৪৫

ছবি: রয়টার্স

কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ে শঙ্কা ছিল লিওনেল মেসির দল ইন্টার মায়ামির। প্রথম লেগেই ১-০ গোলে পিছিয়ে ছিলেন তারা। দ্বিতীয় লেগেও গোল হজম করে পিছিয়ে পরে। এরপর মেসি ম্যাজিকে ঘুড়ে দাড়ালো মায়ামি। মেসির জোড়া গোলে ঘরের মাঠে লস অ্যাঞ্জেলস এফসিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার দলটি। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় মেসির দল পৌঁছে গেছে শেষ চারে।

প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা মায়ামি নবম মিনিটে অ্যারন লংয়ের গোলে আরও বড় বিপদে পড়ে। ৩৫তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক স্ট্রাইকে মেসি মায়ামিকে খেলায় ফেরান, কিন্তু হ্যাভিয়ের মাশ্চেরানোর দলের তখনও আরও দুটি গোলের প্রয়োজন ছিল।

বিরতির পর ব্যবধান বাড়ান ফেদরিকো রেদোন্দো। ৬১ মিনিটে তার গোলে দুই লেগ মিলিয়ে আসে ২-২ সমতা। ম্যাচ জিততে মায়ামির তখনও আরেকটি গোলের দরকার ছিল। অফসাইডে একটা গোল বাতিলের পর ৮৪ মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত।

মায়ামির কর্নার থেকে লস অ্যাঞ্জেলসের গোলমুখে জটলার মধ্যে হ্যান্ডবলের আবেদন তোলেন মেসিরা। ভিএআর দেখে রেফারি নিশ্চিত হন, মার্ক দেলগাদোর হাতে লেগেছে বল। থেকে ঠাণ্ডা মাথায় নেওয়া পেনাল্টিতে গোল করেন মেসি।

শেষ দিকে দুটি দারুণ সেভে বিপদ থেকে মায়ামিকে রক্ষা করেন গোলকিপার অস্কার উস্তারি। স্বস্তির জয়ে শেষ চারে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top