বাংলাদেশ ভারতীয় নিরাপত্তা আশ্বাস সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে না
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৬
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতীয় মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে আনুষ্ঠানিক চিঠি দিয়ে এই বিষয়টি জানিয়েছে।
অন্যদিকে, বাংলাদেশের এমন সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়ে বাংলাদেশ দলকে বিশ্বকাপে অংশগ্রহণে উৎসাহ দিতে চাইছে। বিসিসিআই এই প্রস্তাব আইসিসির মাধ্যমে উপস্থাপন করবে। আজ (৬ জানুয়ারি) অনলাইন সভার মাধ্যমে আইসিসি-বিসিবি আলোচনাও অনুষ্ঠিত হবে।
বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, “সরকার থেকে নিষেধ থাকায় আমাদের অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই।”
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, “ভারতের বোর্ডের সঙ্গে আমাদের কোনো সরাসরি কথা হয়নি। যেহেতু এটি আইসিসির একটি টুর্নামেন্ট, তাই যোগাযোগের বিষয়টি আইসিসি-ফোকাসড।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।