বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের চতুর্থ শিরোপা

Nasir Uddin | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ২১:৩৭

ছবি: সংগৃহীত

জমজমাট ফাইনালের টাইব্রেকারে আবাহনী লিমিটেডকে ৫-৪ গোলে হারিয়ে ফেডারেশন কাপে নিজেদের চতুর্থ শিরোপা জিতে নিয়েছে বসুন্ধরা কিংস। ফাইনালের বাকি ১৫ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ফাইনাল গড়ায় টাইব্রেকারে। আর তাতেই বাজিমাত করে করে বসুন্ধরা কিংস। ৫-৪ ব্যবধানে জিতে দলটি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে চতুর্থবারের মতো ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা। জয়ের নায়ক গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। আবাহনীর ফরোয়ার্ড এমেকা ওগবুগের পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। আরো একটি পেনাল্টি সেভ করে দিয়েছিলেন বসুন্ধরার গোলরক্ষক।

যেখানে নায়ক বনে যান বসুন্ধরার গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। আবাহনীর এমেকা ওগবুহর শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি। সেই খুশিতে নাচতে থাকেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের মতো। এরপর ঠেকিয়েছিলেন মিরাজুলের শটও, কিন্তু তাঁর ভুলের কারণে পেনাল্টিটি আবার নেওয়ার সিদ্ধান্ত দেন রেফারি। শ্রাবণ সেই শট ফেরাতে পারেননি অবশ্য, তবে বসুন্ধরাকে তেমন অসুবিধায় পড়তে হয়নি। দাসিয়েল সান্তোসের নেওয়া শেষ শটটি জালে জড়ালে উৎসবের গান গায় তারা।

দাসিয়েলের আগে টাইব্রেকারে বসুন্ধরার হয়ে গোল করেন ইনসান হোসেন, তপু বর্মন, শেখ মোরসালিন ও জনাথন ফার্নান্দেজ। মিরাজুলসহ আবাহনীর হয়ে গোলের দেখা পান রাফায়েল অগুস্তো ও সবুজ হোসেন। কিন্তু দ্বিতীয় শট নিতে গিয়ে ভুলটি করেন এমেকা।

গত মঙ্গলবার কালবৈশাখী ঝড়ের আঘাতে ফেডারেশন কাপে আবাহনী লিমিটেড-বসুন্ধরা কিংসের ম্যাচটি আলোর স্বল্পতার কারণে শেষ হতে পারেনি। স্কোর ১-১ এ নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্তি সময়ের প্রথমার্ধের পর দিনের আলোর অভাবে এরপর আর খেলা গড়ায়নি। দুই দলের অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে রেফারি সায়মন হাসান ম্যাচ স্থগিত ঘোষণা করে দুই সহকারীকে নিয়ে ড্রেসিংরুমে ফিরে যান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top