বায়ার্নের শিরোপা পুনরুদ্ধার, কেইনের অপেক্ষার অবসান
Nasir Uddin | প্রকাশিত: ৫ মে ২০২৫, ১৩:১০

অপেক্ষার অবসান হলো বায়ার্ন মিউনিখের। ফ্রেইবুর্কের বিপক্ষে বায়ার লেভারকুজেন পয়েন্ট হারানোয় দুই ম্যাচ হাতে রেখে বুন্ডেসলিগার মুকুট পুনরুদ্ধার করল রেকর্ড চ্যাম্পিয়নরা। পেশাদার ফুটবলে প্রথম দলীয় শিরোপা জয়ের স্বাদ পেলেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।
ক্যারিয়ারজুড়ে অসংখ্য গোল-অ্যাসিস্ট। তবে ছিল না কোনো ট্রফি। দীর্ঘ এই খরার অবসান ঘটল কেইনের। রোববার রাতে বায়ার্নের হয়ে প্রথম শিরোপা জিতলেন তিনি। ফ্রেইবুর্কের বিপক্ষে লেভারকুজেন ড্র করাতেই চ্যাম্পিয়ন হয়ে যায় বায়ার্ন। ফ্রেইবুর্কের বিপক্ষে লেভারকুসেন ২-২ গোলে ড্র করায় দুই ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগার শিরোপা আবারও পুনরুদ্ধার করল বায়ার্ন মিউনিখ। জার্মানির সর্বোচ্চ লিগে বাভারিয়ানদের এটি রেকর্ড ৩৪তম শিরোপা, কেইনের পেশাদার ক্যারিয়ারের প্রথম।
আগের দিনই অবশ্য শিরোপা নিশ্চিত করতে পারত বায়ার্ন। কিন্তু পয়েন্ট খুইয়ে সেই সুযোগ নষ্ট করে তারা। আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে গোল হজম করে বসে দলটি। খেলা ড্র হয় ৩-৩ ব্যবধানে।
প্রায় দেড় দশক ধরে ব্যক্তিগত পারফরম্যান্সে ধারাবাহিকভাবে উজ্জ্বল ৩১ বছর বয়সী তারকা। তা ক্লাবের হয়ে হোক কিংবা জাতীয় দলের জার্সিতে। কিন্তু একটা আক্ষেপ এতদিন ধরে ক্রমাগত তাড়া করেছে তাকে— বারবার শিরোপা ছোঁয়ার খুব কাছে গিয়ে ব্যর্থ হওয়া। এখন তার জন্য সেসব স্রেফ অতীত!
এদিন ফ্রেইবুর্কের মাঠে দুই গোলে পিছিয়ে পড়ে লেভারকুসেন। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে জাবি আলোনসোর দল। আর তাতেই বায়ার্নের শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়। ৩২ ম্যাচ খেলে ৭৬ পয়েন্ট বায়ার্নের আর সমান ম্যাচ খেলে লেভারকুসেনের পয়েন্ট ৬৮। সেই সাথে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডও সমৃদ্ধ হলো বায়ার্নের। ৩৪টি শিরোপা ঘরে তুলে নিয়েছে জার্মান জায়ান্টরা। পাঁচবার করে দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড এবং মুনচেনগ্ল্যাডবেক।
এদিকে পেশাদার ক্যারিয়ারে শিরোপা জয়ের স্বাদ পেলেন হ্যারি কেইন। ইংল্যান্ডের হয়ে গত দুটি ইউরোর ফাইনালে হারেন তিনি। এছাড়া টটেনহ্যামে ফাইনাল হারেন তিনটি। ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগে হয় দ্বিতীয়। বায়ার্নে গত মৌসুমে যোগ দিয়েও শিরোপাহীন মৌসুম কাটাতে হয় কেইনের। এবার শিরোপা জয়ের সেই আক্ষেপ ঘুচল এই ইংলিশ তারকার।
শিরোপার আশায় বায়ার্নে পাড়ি জমালেও লেভারকুজেন সেটি হতে দেয়নি। গত মৌসুমে খরায় থাকতে হলেও এই মৌসুমে মুকুট পুনরুদ্ধার করেছে বায়ার্ন। একইসঙ্গে প্রতীক্ষাও শেষ হয় কেইনের। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ২৯ ম্যাচে ২৪ গোল করেন ইংলিশ এই স্ট্রাইকার।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।