শেষযাত্রায় না গিয়ে প্রমোদতরীতে রোনালদো—নীরব শ্রদ্ধা, নাকি বিতর্কিত সিদ্ধান্ত?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ জুলাই ২০২৫, ১৪:৫১

দিয়োগো জোটার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব। কিন্তু শোকের এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কেননা—জোটার শেষকৃত্যে ছিলেন না তিনি।
২৮ বছর বয়সী এই তরুণ তার ভাইসহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, মাত্র ১১ দিন আগে বিয়ে করেছিলেন শৈশবের প্রেমিকাকে। পেছনে রেখে গেছেন তিনটি ছোট সন্তান।
শনিবার পর্তুগালের গনডোমারে অনুষ্ঠিত হয় জোটা ও তার ভাইয়ের শেষকৃত্য। সেখানে ছিলেন জাতীয় দলের অনেক খেলোয়াড়—বার্নার্দো সিলভা, রুবেন নেভেস সহ আরও অনেকে। কিন্তু অনুপস্থিত ছিলেন অধিনায়ক রোনালদো।
পরদিন রবিবার, রোনালদোকে দেখা যায় স্পেনের মায়োর্কায় একটি প্রমোদতরীতে। এই দৃশ্য ছড়িয়ে পড়তেই প্রশ্ন ওঠে—একজন সতীর্থের শেষযাত্রায় না গিয়ে ছুটিতে? কেন?
উত্তরে মুখ খোলেন তার বোন কাটিয়া আভেইর। বলেন—সবাই ব্যথা একইভাবে বোঝে না। রোনালদো চেয়েছিলেন না, তার উপস্থিতি অনুষ্ঠানটিকে ছাপিয়ে যাক।
আমার বাবার মৃত্যুর সময় আমরা বুঝেছিলাম, ক্যামেরা আর কৌতূহলী মানুষ শোককে আরও কঠিন করে তোলে। আমরা শুধু দাফনের সময় বাইরে যেতে পেরেছিলাম। এই মন্তব্যের মধ্যেই উঠে আসে একটি বড় সত্য—প্রতিটি শোকের প্রকাশ ভিন্ন, প্রতিটি অনুভূতি ব্যক্তিগত।
সত্যি কি রোনালদো ভুল করেছেন? নাকি এ ছিল তার নীরব শ্রদ্ধা জানাবার উপায়? উত্তরটা হয়তো ব্যক্তিভেদে ভিন্ন। তবে একটাই স্পষ্ট—শোকের কোনো নির্ধারিত ড্রেসকোড নেই।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।