বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

ভারতে কী বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ ? ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আজ বিসিবির বৈঠক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৬:০১

সংগৃহীত

মুস্তাফিজুর রহমান ইস্যুতে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। আইপিএল থেকে বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিপক্ষে একাধিক কূটনৈতিক ও ক্রীড়াসংক্রান্ত পদক্ষেপ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টি আইসিসিকে সরাসরি চিঠির মাধ্যমে জানিয়েছিল বিসিবি।

গতকাল রাতে সেই চিঠির জবাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জবাবে টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে বিসিবির উত্থাপিত নিরাপত্তা ও অন্যান্য উদ্বেগের বিষয়গুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আইসিসি।

আইসিসির চিঠিতে আরও বলা হয়েছে, শুধুমাত্র ভারতেই খেলতে হবে—এমন কোনো বাধ্যবাধকতার দাবি ভিত্তিহীন। বাংলাদেশ দল নিয়ে আইসিসি ইতিবাচক অবস্থান নিয়েছে বলেও জানা গেছে। তবে বিসিবির পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা ও উদ্বেগের বিষয়গুলো স্পষ্টভাবে জানাতে বলা হয়েছে, যা আজই পাঠানো হতে পারে।

এই প্রেক্ষাপটে আজ (বুধবার) বিকেল ৪টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিসিবি। ক্রীড়া উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিতব্য এই বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের আরও ১৪ জন পরিচালক উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে। কয়েকজন পরিচালক ভার্চ্যুয়ালি জুম মিটিংয়ের মাধ্যমে যুক্ত হতে পারেন।

বৈঠকের মূল এজেন্ডা থাকবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত সিদ্ধান্ত। সভা শেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

এনএফ৭১/এসআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top