মেসির ছায়া মাঠে, বাস্তবে জ্বলে উঠলেন সুয়ারেজ–দি পল!
মেসি নেই, তবু মায়ামির ম্যাজিক থামেনি! কোয়ার্টারে সুয়ারেজ–দি পলের ঝলকে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫, ১৬:০৯

মেসি ছিলেন না মাঠে, কিন্তু তার ছায়া যেন ঘুরে বেড়াচ্ছিল প্রতিটি আক্রমণে! পুমাসকে ৩–১ গোলে উড়িয়ে দিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি!
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে, চেজ স্টেডিয়ামে মাঠে নামার আগে একটাই প্রশ্ন—মেসি নেই, কি হবে মায়ামির? উত্তর দিয়েছেন তার দুই প্রিয় বন্ধু—লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। ম্যাচের ৩৪ মিনিটে পুমাস এগিয়ে গেলেও, প্রথমার্ধের শেষ মুহূর্তে দি পলের অভিষেক গোল মায়ামিকে ফেরায় খেলায়।
সুয়ারেজের বুক ভাঙা পাস আর দি পলের দারুণ প্লেসিং—একটা কাতালান দিনের স্মৃতি যেন ফিরিয়ে আনলো! ৫৯ মিনিটে পানেনকা স্টাইলে পেনাল্টি গোল করেন সুয়ারেজ, আর ৬৯ মিনিটে তার অ্যাসিস্ট থেকেই গোল করেন আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দে। মায়ামির জয় নিশ্চিত!
ম্যাচের আগে কোচ হাভিয়ের মাচেরানো বলেছিলেন, জিতলেই কোয়ার্টার। মেসির অনুপস্থিতি নিয়ে দুশ্চিন্তা থাকলেও—জবাব দিয়েছে মাঠের ফুটবল। লিগস কাপের নিয়মে পেনাল্টি জয়ে ২ পয়েন্ট—তিন ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কোয়ার্টারে একমাত্র এমএলএস দল হিসেবে উঠে গেছে ইন্টার মায়ামি। আর মেসির সেই রেকর্ড?
গ্রুপ পর্ব থেকে কখনো বাদ না পড়া—এবারও অক্ষুণ্ন! মেসিকে ছাড়াও ইন্টার মায়ামি এখন এক পূর্ণ দল। সুয়ারেজ-দি পলদের সৌজন্যে, মায়ামির গল্প থামছে না—বরং নতুন করে শুরু হচ্ছে!
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।