রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

তামিম ইস্যুতে অনড় নাজমুল, ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটাররা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১৬:০৮

সংগৃহীত

তামিম ইকবালের একটি মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে তামিমের বক্তব্যের প্রতিক্রিয়ায় তাঁকে ‘ভারতের দালাল’ আখ্যা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ বিভাগের চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই মন্তব্য ঘিরেই শুরু হয় তীব্র সমালোচনা।

তামিমের বক্তব্যের সারমর্ম ছিল—এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিসিবির আরও সময় নিয়ে ভেবে দেখা উচিত ছিল। কিন্তু এই মন্তব্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করে নাজমুল ইসলাম সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিলে বিষয়টি দ্রুত বিতর্কে রূপ নেয়।

সমালোচনার মুখে পড়েও নিজের অবস্থান থেকে সরছেন না নাজমুল ইসলাম। শুক্রবার বিকেলে ফোনে তিনি বলেন,
‘আমার অবস্থান আগেও যা ছিল, এখনো তা-ই আছে। আমি আমার কথা বদলাচ্ছি না। এটি একটি জাতীয় ইস্যু। এখানে শুধু অর্থনৈতিক দিক তুলে ধরে ভারতের হয়ে গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে না পারে, তাহলে কি শুধুই টাকার কারণে সমস্যা হবে?’

যদিও তিনি দাবি করেন, এটি তাঁর একান্ত ব্যক্তিগত মত এবং বিসিবিকে এই বিতর্কের বাইরে রাখতে চান। তবে তাঁর বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন দেশের শীর্ষ ক্রিকেটারদের বড় একটি অংশ।

বিসিবির দায়িত্বশীল পদে থেকে এমন মন্তব্য করা নিয়ে প্রশ্ন তুলেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে চট্টগ্রাম রয়ালসের বিপক্ষে ম্যাচ শেষে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক শান্ত বলেন,
‘এটি খুবই দুঃখজনক। তিনি সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার। সবাই সম্মান প্রত্যাশা করে। বিসিবি আমাদের অভিভাবক। ঘরের মানুষের কাছ থেকে আমরা আগলে রাখার প্রত্যাশা করি। একজন খেলোয়াড় হিসেবে এটি মেনে নেওয়া কঠিন।’

এর আগেই ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এক বিবৃতিতে নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিবাদ জানায়। পরে সিলেটের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন,
‘দায়িত্বশীল জায়গায় থাকলে আচরণবিধি মানা জরুরি। সাধারণ নাগরিক হিসেবে অনেক কিছু বলা যায়, কিন্তু দায়িত্বশীল পদে বসলে জবাবদিহি থাকে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মমিনুল হক, সাব্বির রহমান ও শামীম হোসেন। পাশাপাশি তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন ও মমিনুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পোস্ট দিয়ে নাজমুল ইসলামের মন্তব্যের তীব্র নিন্দা জানান।

তবে এই পুরো ইস্যুতে এখনো নীরব বিসিবি। জানা গেছে, নাজমুল ইসলামের মন্তব্য কিংবা কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের প্রকাশ্য প্রতিবাদের বিষয়ে বিসিবির পক্ষ থেকে কাউকেই কোনো নোটিশ দেওয়া হয়নি, এমনকি কারণ দর্শানোর চিঠিও পাঠানো হয়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top