রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

বিসিবি সভাপতির অনড় অবস্থান

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫

ছবি: সংগৃহীত

 

টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা জোরালো হয়েছে। নিরাপত্তা ইস্যুর কারণে ভারতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

প্রাথমিক সূচি অনুযায়ী, লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের কলকাতার ইডেন গার্ডেনসে তিনটি এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ম্যাচ খেলার কথা ছিল। তবে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনার পর নিরাপত্তা প্রশ্নটি নতুন করে সামনে আসে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন—যখন একজন ক্রিকেটারের নিরাপত্তাই নিশ্চিত করা যাচ্ছে না, তখন বাংলাদেশ দলের বড় বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে?

আজ সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন,
‘ভারতের অন্য ভেন্যু তো ভারতই। ভেন্যু বদলালেই তো বিষয়টি সমাধান হয় না। আমরা এককভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। সরকারের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যেখানে আগে ছিলাম, সেখানেই আছি।’

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম টি–টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ যদি ভারতে না খেলে, তবে তাদের সব ম্যাচ স্বয়ংক্রিয়ভাবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিসিবি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দুই দফা চিঠি পাঠিয়েছে।

এ প্রসঙ্গে বুলবুল বলেন,
‘এখনো আইসিসির কোনো উত্তর পাইনি। প্রয়োজনীয় সব তথ্য, লিংক ও ডকুমেন্ট আমরা পাঠিয়েছি। আইসিসি কী জানায়, সেটির অপেক্ষায় আছি।’

সূচি অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। একই ভেন্যুতে ৯ ও ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে।

বাংলাদেশের চারটি ম্যাচ যদি শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়, সে ক্ষেত্রে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।

এদিকে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি নিয়ে সমাধানে বসতে যাচ্ছেন বিসিসিআই কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভাদোদারায় অনুষ্ঠিতব্য ভারত–নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের ফাঁকে বিসিসিআই সচিব জয় শাহ এই ইস্যুতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। ম্যাচটি বাংলাদেশ সময় আগামীকাল দুপুর ২টায় শুরু হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top