বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের দুর্দান্ত জয়: এমবাপ্পের জোড়া গোল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের শুরুতেই নাটক! ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মার্সেইকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই একের পর এক আক্রমণ আর সুযোগ হাতছাড়া হওয়ার পর ২২তম মিনিটে ধাক্কা খায় রিয়াল। মাঝমাঠে বল হারিয়ে বসেন আর্দা গুলের, আর সেই সুযোগে টিম ওয়েহর গোলে এগিয়ে যায় মার্সেই।

কিন্তু বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের। মাত্র ৬ মিনিটের মাথায় রদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল, আর স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান কিলিয়ান এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে রিয়াল। তবে ৭০তম মিনিটে বড়সড় নাটকীয়তা—গোলরক্ষকের সঙ্গে বিবাদে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন কার্ভাহাল। দশজনের দল নিয়েও হাল ছাড়েনি লস ব্লাঙ্কোসরা। ৭৫ মিনিটে মাঠে আসেন ভিনিসিউস জুনিয়র, আর তার দুর্দান্ত পারফরম্যান্সে নতুন করে প্রাণ ফেরে রিয়ালের আক্রমণে। ৮১ মিনিটে ভিনির কারণে দ্বিতীয় পেনাল্টি পায় রিয়াল। এবারও ঠান্ডা মাথায় স্পট কিক থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এমবাপ্পে, আর জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রিয়াল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top