শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে বাংলাদেশ
শেষ মুহূর্ত পর্যন্ত দোলাচলে ছিল সমীকরণ, লঙ্কানদের জয়ে খুলল টাইগারদের ভাগ্য
মিঠু মুরাদ | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫০

শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তায় দোলাচল করছিল এশিয়া কাপের ‘বি’ গ্রুপের সমীকরণ। নেট রান রেটের হিসাবে কেউ বলছিল বাংলাদেশ বিদায় নিয়েছে, আবার কেউ আশা করছিল শ্রীলঙ্কার হাতে ভরসা রাখলে হয়তো মিলতে পারে সুপার ফোরের টিকিট। শেষ পর্যন্ত সেই ভরসাই সত্যি হলো- আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার জয়েই হাসলো বাংলাদেশ।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সোমবার রাতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে লঙ্কানরা। এর মধ্য দিয়ে শ্রীলঙ্কার সঙ্গে জায়গা করে নিয়েছে বাংলাদেশও, বিদায় নিয়েছে রশিদ খানের আফগানিস্তান।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তোলে আফগানিস্তান। জবাবে দারুণ ব্যাটিংয়ে ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
আফগান ইনিংসে সর্বোচ্চ ৬০ রান করেন মোহাম্মদ নবী। এছাড়া ইব্রাহিম জাদরান ২৪ এবং অধিনায়ক রশিদ খান ২৪ রান যোগ করেন। শুরুর দিকেই লঙ্কান পেসার নুয়ান তুশারা তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে আফগান ব্যাটিংকে চাপে ফেলেন।
লঙ্কানদের রান তাড়া ছিল পরিকল্পিত। টপ অর্ডারের ব্যাটাররা শুরু থেকেই ইতিবাচক মনোভাব দেখান। শেষ পর্যন্ত ১৯তম ওভারে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
এই জয়ে যেন উল্লাসে ভেসেছে বাংলাদেশও। গ্রুপ পর্বের রোমাঞ্চকর সমীকরণের মধ্য দিয়ে অন্য দলের জয়ে টিকে রইল টাইগারদের আশা। এখন সামনে কঠিন চ্যালেঞ্জ—সুপার ফোরে সেরা ক্রিকেট খেলে সেই আস্থার প্রতিদান দিতে হবে সাকিব-মাহমুদউল্লাহদের।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।