প্রথম দিন শেষে সমানে সমান বাংলাদেশ-উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২১, ০১:১৪

প্রথম দিন শেষে সমানে সমান বাংলাদেশ-উইন্ডিজ

ঢাকা টেস্টের প্রথম দিন ভালো অবস্থায় থেকেই শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দিনশেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২২৩ রান। পুরো ৯০ ওভার খেলা হয়েছে আজ। ২টি করে উইকেট নিয়েছেন পেসার আবু জায়েদ রাহী আর স্পিনার তাইজুল ইসলাম।

টস জিতে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজের শুরুটা খারাপ হয়নি। ৬৬ রানের ওপেনিং জুটি উপহর দেন জন ক্যাম্পবেল আর ক্রেইগ ব্রাফেট। ৩৬ রান করা ক্যাম্পবেলকে এলবিডাব্লিউ করে প্রথম ব্রেক থ্রু দেন তাইজুল। এরপর দলীয় ৮৭ রানাএ মোজলেকে (৭) বোল্ড করে দেন আবু জায়েদ রাহী। দলের স্কোর ১০৪ ছুঁতে এবার আঘাত হানেন সৌম্য সরকার। অধিনায়ক ব্রাফেটকে (৪৭) তিনি শান্তর তালুবন্দি করেন।

স্কোরবোর্ডে আর ১‌২ রান যোগ হতে না হতেই নিজের দ্বিতীয় শিকার ধরেন আবু জায়েদ। ফিরিয়ে দেন প্রথম টেস্টের নায়ক, ডাবল সেঞ্চুরিয়ান কাইল মেয়ার্সকে। চট্টগ্রাম টেস্টে রেকর্ডের পর রেকর্ড গড়া মেয়ার্স আজ ৫ রানে সৌম্য সরকারের তালুবন্দি হন। তাইজুলের বলে ব্ল্যাকউডের (২৮) বিদায়ে ক্যারিবীয়দের ইনিংসের অর্ধেক শেষ হয়। এরপর দিনের বাকি সময়টা কাটিয়ে দেন ১৭৩ বলে ৭৪* রান করা এনক্রুমা বোনার এবং ২০* রানে অপরাজিত জসুয়া ডি সিলভা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top