এমবাপ্পের ম্যাজিক: ৮ মিনিটে হ্যাটট্রিকসহ ৪ গোল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৬:১৬
রিয়াল মাদ্রিদ তিন ম্যাচের জয়হীন ধারা ভেঙেছে এক অবিশ্বাস্য জয়ে। তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের একার চার গোলে অলিম্পিয়াকোসকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে মাদ্রিদের ক্লাবটি।
এই ম্যাচের মূল আকর্ষণ ছিলেন এমবাপ্পে। মাত্র আট মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে তিনি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন।
২২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে প্রথম গোল করে এমবাপ্পে অলিম্পিয়াকোসের ১-০ ব্যবধানের লিড সমান করেন। এর ঠিক দুই মিনিট পর আরদা গিলারের অ্যাসিস্টে আসে তাঁর দ্বিতীয় গোল।
এরপরই ক্লিনিক্যাল ফিনিশে হ্যাটট্রিক সম্পন্ন করেন ফরাসি তারকা। বিরতির পর মেহদি তারেমি গোল করে ব্যবধান কমালেও, ভিনিসিয়ুসের আরও একটি পাস থেকে এমবাপ্পের ট্যাপ-ইন রিয়ালকে আবারও স্বস্তি দেয়।
ম্যাচের ৮১ মিনিটে আইয়ুব এল–কাবি গোল করলে ম্যাচে ফেরে গ্রিক ক্লাবটি। কিন্তু শেষ মুহূর্তের চাপের মুখেও রিয়াল মাদ্রিদ জয় ধরে রাখতে সক্ষম হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।