২০২৬ বিশ্বকাপ: ডায়নামিক প্রাইসিং নিয়ে তুমুল বিতর্ক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৭

সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ নিয়ে উত্তেজনা তুঙ্গে, কিন্তু এই মুহূর্তেই সমালোচনার মুখে ফিফা! কারণ? বিশ্বকাপের টিকিটের অস্বাভাবিক মূল্য। ভাবুন তো, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনালের একটি টপ-ক্যাটাগরির টিকিটের দাম রাখা হয়েছে প্রায় নয় হাজার ডলার! যা গত বিশ্বকাপের ফাইনালের টিকিটের দামের চেয়ে পাঁচ গুণ বেশি।

এবার এই দাম নিয়ে সরব হয়েছেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তিনি ফিফার 'ডায়নামিক প্রাইসিং'-এর তীব্র সমালোচনা করেছেন। মামদানি বলছেন, নিউইয়র্ক এমনিতেই ব্যয়বহুল শহর, সেখানে এমন আকাশছোঁয়া দাম অগ্রহণযোগ্য।

তাঁর স্পষ্ট দাবি—টিকিটের দাম নির্দিষ্ট করতে হবে এবং স্থানীয় বাসিন্দাদের জন্য বিশেষ ছাড় দিতে হবে। তিনি কাতার ও রাশিয়ার বিশ্বকাপের টিকিট বিক্রির উদাহারণ টেনেছেন।

মেয়রের প্রধান লক্ষ্য, যত বেশি সম্ভব নিউইয়র্কবাসী যেন মাঠে বসে খেলা দেখতে পারে। তিনি চান না বিশ্বকাপ কেবল পর্দায় দেখা একটি আয়োজন হোক। ফিফা যদিও বলেছে, কিছু টিকিট নির্দিষ্ট দামে পাওয়া যাবে—কিন্তু মামদানির মতে, এখনো অনেক কাজ বাকি। এখন দেখার পালা, ভক্ত-সমর্থকদের এই চাপের মুখে ফিফা টিকিটের দামে কোনো পরিবর্তন আনে কি না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top