বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ, বাংলাদেশ–ভারত ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৫

সংগৃহীত

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে অবনতির শঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে টাইগার ক্রিকেটভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ ভারতের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণ না করার পাশাপাশি আইপিএল বয়কটের ডাক দিচ্ছেন। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের ইঙ্গিত দিয়েছেন।

এর আগে আইপিএলের আট আসরে পাঁচটি ভিন্ন দলের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। তবে এবার ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিক্ষোভের মুখে ৩০ বছর বয়সী এই তারকার জন্য আইপিএলের দরজা কার্যত বন্ধ হয়ে গেছে। প্রথমে এসব সংগঠন মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবি তোলে। পরে বিসিসিআইয়ের নির্দেশনার কথা উল্লেখ করে সেই পথেই হাঁটে কলকাতা নাইট রাইডার্স। অথচ চলতি মৌসুমে প্রথমবারের মতো তারা বাংলাদেশি এই পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল।

মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (গতকাল) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ড. আসিফ নজরুল বলেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি বিসিবিকে আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেখানে জানাতে বলা হয়েছে—যেখানে একজন চুক্তিবদ্ধ বাংলাদেশি ক্রিকেটার নিরাপদে খেলতে পারেন না, সেখানে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাওয়া কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতেও বিসিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধও করেছেন তিনি। ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, “আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি, বাংলাদেশে যেন আইপিএল খেলার সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না।”

এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকিও নিজের অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধের বিষয়টি মূলত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। তবে জনসাধারণের উদ্বেগের বিষয়টি তিনি তথ্য উপদেষ্টাকে অবহিত করেছেন।

মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘ন্যাক্কারজনক’ উল্লেখ করে মোস্তফা সরোয়ার ফারুকি লেখেন, আইপিএলে মুস্তাফিজের সঙ্গে যা হয়েছে, তাতে বাংলাদেশের নাগরিকরা ঘৃণার রাজনীতির প্রতিফলন দেখেছেন এবং গভীরভাবে ব্যথিত হয়েছেন। সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে উদ্বেগ জানিয়েছে, এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কি না, তা সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বা ফুটবল দল ভারতে কতটা নিরাপদ, সেটিও বিবেচনায় নেওয়ার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top